শিব্বির আহমদ রানা:::
চট্টগ্রামের বাঁশখালীতে আল্লামা সাঈদী (রহ.) ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজার ফাহিম কমিউনিটি সেন্টারে আল্লামার স্মৃতিচারণ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অন্যতম পৃষ্টপোষক মাওলানা মো. আইয়ুব ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল।
চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী, সাঈদী ফাউন্ডেশনের পৃষ্টপোষক মাস্টার এহেছান উল্লাহর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোছাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ মর্তুজা আলী, চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোস্তফা হোছাইন হেলাল, বিশিষ্ট সমাজ সেবক এস এম আলি নেওয়াজ চৌধুরী ইরান, চাম্বল ইউপি সদস্য ও সাঈদী ফাউন্ডেশনের পৃষ্টপোষক ইয়াছিন চৌধুরী রিপন, ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও সাঈদী ফাউন্ডেশনের পৃষ্টপোষক মোহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আমির হোছাইন জিহাদী, উদ্ভোধনী বক্তব্য রাখেন মাওলানা মো. আইয়ুব ওসমানী।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন, 'আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে আমাদের একজন আল্লামা সাঈদী ছিলো যাকে অন্যায়ভাবে জালেম সরকার শহীদ করে দিয়েছে। যিনি জালেমদের কাছে মাথা নত করেননি। শেষ পর্যন্ত ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি চেয়েছিলেন একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে যেটা তিনি করে যেতে পারেননি। আল্লামা সাঈদী ইসলামী রাষ্ট্র কায়েম করবে এটা জালেমরা বরদাস্ত করতে পারে নি বলেই তাকে বন্ধী করে রেখে দিয়েছিল। আল্লামা সাঈদী রহ. আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একজন মোজাদ্দেদ হিসেবে, একজন অকুতোভয় দ্বীনের সৈনিক হিসেবে অনুপ্রেরণা হয়ে থাকবেন।'
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রবাসী উপদেষ্টা মোহাম্মদ শাহাদত হোছাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার বায়তুলমাল সম্পাদক হেলাল উদ্দিন, চাম্বল ইউনিয়ন যুববিভাগের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন ছালেহী, মাষ্টার আলী নেওয়াজ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন