শিব্বির আহমদ রানা:::
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি মারা গেছে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। বিষয়টি নিশ্চিৎ করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্য প্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মৌজার মিতাইঝিরি গুন্ডার টেক এলাকায় একটি বন্য হাতি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন। গতকাল রবিবার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।
বন বিভাগ আরও জানায়, পাহাড়ের ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। সর্বশেষ আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাতিটি। পরে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।
জলদী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হাতিটি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। আমরা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’ তিনি আরও বলেন, 'মারা যাওয়া হাতিটি এশিয়ান প্রজাতির মাদি (নারী) হাতি এবং এর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
সূত্রে জানা যায়, 'চুনতি বন্যপ্রাণি অবয়ারণ্য রেঞ্জের বাঁশখালীর পাহাড়ী অঞ্চলে প্রায় ৪০টি হাতি রয়েছে। খাদ্যের সন্ধানে প্রায় সময় হাতির পাল পাহাড়ের পাদদেশে এমনকি লোকালয়ে চলে আসে। এ পর্যন্ত বাঁশখালীতে বিগত দশ বছরে বিভিন্ন ঘটনায় ১৫টি হাতির মৃত্যু হয়েছে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন