জনপদসংবাদদাতা:::
চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে জানা যায় নি। তবে, পূর্ব শত্রুতার জেরে যে কেউ অগ্নিকান্ড ঘটিয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের। বড়ধরণের দুর্ঘটনার আগেই স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলি আহমদ মেম্বার বাড়ির মো. নাছির উদ্দিনের বসতঘরে। এ ঘটনাটি কে ষড়যন্ত্রের অগ্নিকান্ড বলে দাবী করেছেন বাড়ির মালিক মো. নাছির উদ্দিন।
ঘটনার প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, 'বেলা দু'টার দিকে লোক চক্ষুর আড়ালে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। ক্ষতিগ্রস্থ নাছিরের চাচাতো ভাই সাকিব নামে একজন হঠাৎ বাড়িতে আগুন দেখলে চিৎকার দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করে। এতে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা হয়।'
ক্ষতিগ্রস্থ নাছির উদ্দিন জানান, 'দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিবেশীর সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় বহুবার হুমকি ধমকি দেয়। আমি ব্যাংকে চাকরি করি। বাড়ির মা, স্ত্রী ও সন্তানের নিরাপত্তার কথা ভেবে গত বছর থেকে বাড়ি ছেড়ে উপজেলা সদরে বসবাস করি। এই সুযোগে আমার বসতঘরে পূর্ব শত্রুতার জেরে যে কেউ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। তবে, এ ঘটনায় আমি, আমার জান-মালের নিরাপত্তার স্বার্থে আইনের আশ্রয় নিবো।'
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সিকদার আবু জানান, 'অগ্নিকান্ডে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ বসতঘরে তারা কেউ থাকে না। তবে, ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে এটি পরিকল্পিত অগ্নিকান্ড। যথাসময়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতো বলে জানান তিনি।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন