বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে জাপার গণজোয়ার লাঙ্গলে ভোট চাইলেন মাহমুদুল ইসলাম



শিব্বির আহমদ রানা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৬, বাঁশখালী আসনের মহাজোট সমর্থিত ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনিত প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর সমর্থনে ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রেজাউল করিম ইউনুস এর সভাপতিত্বে সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত পথসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। 

পথসভায় বিশাল জনসমুদ্রের উদ্যেশ্যে মাহমুদুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি বাঁশখালীর উন্নয়নে সবসময় সচেতন ছিলাম। তৎকালে পটিয়া আনোয়ারা খালের উপর টেক্স চালু ছিল কিন্তু বাঁশখালীর জনসাধারণের স্বার্থে তা আমি বন্ধ করেছি। বিগত সময়ে বাঁশখালী পৌরসভার জলদীতে প্রধানসড়কের উপর বাঁশ ফেলে বিভিন্ন গাড়ী থেকে টোল আদায় করেছে। তা আমি জানার পর ২৪ ঘন্টার ব্যবধানে ওই টোল বন্ধ করে দিয়েছি।

তিনি আরো বলেন, বিগত ২০০৭-৮ সালের কেয়ারটেকার সরকার এর আমলে বিভিন্ন হাট বাজারের দোকানসমূহ অবৈধ উচ্ছেদ নিয়ে অভিযান করার কথা আসলে তার পরিপেক্ষিতে আমি তা রোধকল্পে ব্যবস্থা নিয়েছি। যখন বন্যায় উপকুলীয় এলাকার সাগর পাড়ে বসতঘর ভেঙ্গে যায় তখন বসতঘর হারা লোক গুলো নিরাুপায় হয়ে পাহাড়ে অবস্থান নিলে, তাদেরকে উচ্ছেদ করা হলে তা পুনর্বাসনের জন্য কতৃপক্ষের বরাবর প্রতিবাদ জানিয়েছি। বাঁশখালীর তৈলারদ্বীপ সেতুর টোল উঠিয়ে নেওয়ার ব্যাপারে আমি কাজ করেছি। আগামীতে ক্ষমতায় এলে তৈলারদ্বীপ সেতুর টোল উঠিয়ে দিব। এ অঞ্চলের সর্বস্তরের জনগণের সেবা করার লক্ষে আমাকে আরেকবার সুযোগ দিন। লাঙ্গল মার্কায় ভোট চাই। লবন, মরিছ বিক্রেতা, পানের সাওদাগর, শ্রমিক-ড্রাইভারগণ আমার পরম বন্ধু। তাদের সাথে আমার উতপ্রোতভাবে সম্পর্ক। আমি সাড়ে ৮শত বাঁশখালীর ছেলেদের চাকরি দিয়েছি। আমি আগামিতে নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

সাজ্জাদ উল্লাহ চৌধুরী এর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরল ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী, খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আবু ছিদ্দিক আবু, এডভোকেট ফিরোজ, জসিম উদ্দিন সিকদার, নুরুল আবচার, অধ্যাপক জসিম উদ্দীন প্রমূখ।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.