বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী প্রধান সড়কে বিরতিহীন যাত্রাপালায় অতিষ্ট লোকজন!

বাঁশখালী জনপদের খবর: বাঁশখালী প্রধান সড়কে বিরতিহীন যাত্রাপালা চলছে। বিরক্তিকর এক পরিবেশের সৃষ্টি করছে কিছুতরুণ প্রজন্মের লোক। তারা ট্রাক, মিনি হাইচ সহ ছোট আকারের গাড়ীবহরে বেলেল্লাপনা গান বাজিয়ে পুরো প্রধান সড়কটিকে নৈরাজ্যকর পরিবেশে পরিনত করছে। নানা বিশ্রী গান বাজনা, মুখে হুইসেল বাজানোসহ অশ্রাইব্য শব্দের ব্যবহার করে যাচ্ছে সড়ক জুড়ে। সড়ক সংলগ্ন মসজিদ, মাদরাসা, মন্দির, দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্টান শব্দ দূষণে ভোগছে। পথযাত্রীদের অনেকে বিরক্ত বোধ করছে। অনেকে তরুণদের এই ধরণের কার্যকালাপ দেখে উদ্বেগ প্রকাশ করছে।

ঈদকে কেন্দ্র করে সড়কজুড়ে মানুষের অানাগোনা এখনো বিরাজমান। সাধারণ যাত্রীদের মধ্যে মেয়েরাও রাস্তা দিয়ে ছুটে চলছে আপনজনের সাথে ঈদের খুশিতে একাকার হয়ে। কিন্তু যাত্রাপালার মতো সৃষ্ট তরুণ প্রজন্মের গাড়ীবহরে বিশ্রী গান বাজনা, নারীদের লক্ষ্য করে হুইসেল বাজানো, নানা প্রনোদনা মুলক অশ্লীল কথা বলে যাচ্ছে এরা। বাবার সাথে মেয়েটি, ভাইয়ের সাথে বোনটিকে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে যাত্রা পথে। এরা বিকট শব্দ এবং বিকৃত ভাষার  গানবাজনা, পকেটে টুকরো পাথর নিয়ে গাড়িতে উঠবে।মেয়েদের দেখলে ছুটে মারবে এই পাথরের কণিকা গুলো। এই তাদের কাজ। এহেন অবস্থায় নৈরাজ্যকর পরিবেশ থেকে মুক্তির জন্যে অনেকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতা কামনা করেন। অন্যতায় বাঁশখালী প্রধান সড়কে ভয়াবহ নৈরাজ্যকর পরিবেশের সৃষ্টি হতে পারে মন্তব্য করেন স্থানীয়রা।

এডমিন: শিব্বির আহমদ রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.