বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শিব্বির আহমদ রানা এর কবিতা- অাধুনিকা নারী!

     
 আধুনিকা নারী

-শিব্বির আহমদ রানা

কম দেখানোর ভান করে
চোখে লাগায় সানগ্লাস
ফাজলামোতে সেরা হলে-
তারাই আবার ফাস্ট ক্লাস।।

মুখে মালিশ,পায়ে আলতা
ছাগলের খুড়ো দিয়ে পায়ে
হেলে-দুলে চলে তারা
কাঁধে ঝুলিয়ে মস্ত বড় বস্তা।।

আধুনিকার নামে তারা
যা-তা করে যায়;
ফ্যাশন করে হারায় ইজ্জত
পথে-ঘাটে আর রাস্তায়।।

অচনাতে হাসা-হাসি
ইবলিশ কে করে সাথী,
এদের কে দইয়্যুচ বলে
জাহান্নামে যাবে চলে।।

ইকো-পার্ক আর শিশু পার্ক
তারাই করে ভীড়,
সব খানেতে যায় তারা-
ছেড়ে আপন নীড়।।

সমান অধিকার খুজে তারা
মিটিং মিছিল করে;
ব্যাঙের মতো লাফায় ওরা
নারী নিতীর তরে।।

আধুনিকা নারী যারা
জাহান্নামে যাবে তারা
আধুনিকায় আছেন যারা
ছেড়ে দিন ত্বরা ত্বরা।।

যতই খুজেন শান্তি তারা
ইসলামের বিধান ছাড়া
ধষর্ণের শিকার হবে-
আধুনিকায় আছি যারা।।

স্বামীকে রেখে বাড়ী
পর পুরুষকে আপন করি
পার্কে যায় গাড়ীতে ছড়ি
চিনতে হয়না দেরি-আধুনিকা নারী।।

মশারির মতো কাপড় পড়ে
হায়া শরম ছাড়া;
মাছি-মশা বসে তাতে 
বিবেক বিচার ছাড়া।।

বাঁচতে হলে ছাড়তে হবে
আধুনিকার মন্ত্র ধ্বনী
তবেই তুমি মুক্ত হবে
আছে যত ধর্ষণ-খূন খারাফ-নির্যাতনী।।


শিব্বির আহমদ রানা
-কবিতার ডায়েরি থেকে-৩০জুন ২০১৪ খ্রীষ্টাব্দ #০১
E-mail : shibbirahmed90@gmail.com 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.