বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

এইচএসসির ফলাফলে বাঁশখালীতে মাষ্টার নজির আহমদ ডিগ্রী কলেজ প্রথম

এইচএসসির ফলাফলে বাঁশখালীতে মাষ্টার নজির আহমদ ডিগ্রী কলেজ প্রথম

||বাঁশখালীতে এইচএসসি ও আলিমে এ প্লাস পেয়েছে মাত্র ৭ জন ||

বাঁশখালী জনপদ ডেস্ক: বাঁশখালীতে এইচএসসির ফলাফলে ৫টি কলেজে  ৪জন এবং ১১টি মাদরাসায় আলিমে ৩ জন শিক্ষার্থী জিপিএ-5 পেয়েছে। অপরদিকে  ৫টি কলেজে  ১৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৬৭ জন এবং ১১টি মাদরাসায়  ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২৫ জন। কলেজ পর্যায়ে ফলাফলে প্রতিবারের মত এবার ও মাষ্টার নজির আহমদ ডিগ্রী কলেজ বাশঁখালীতে প্রথম হয়েছে । তাদের ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯৪ জন আর জিপিএ-5 পেয়েছে ২জন শিক্ষার্থী । বাশঁখালী মাষ্টার ন‌জির আহমদ ডিগ্রী ক‌লেজ ‌থে‌কে ব্যবসায় শিক্ষা বিভাগ জুলি চৌধুরী, শামীমা আক্তার  এ প্লাস পে‌য়ে‌ছে, আর আলাওল ডিগ্রী ক‌লেজ থে‌কে রিয়াজুল ইসলাম ব্যবসায় শিক্ষা বিভাগ থে‌কে জিপিএ-5 পায়। বাশঁখালী গার্লস ডিগ্রী ক‌লেজ থে‌কে ব্যবসায় শিক্ষায় জিপিএ-5 প্রাপ্ত সা‌বিনা ইয়াস‌মিন সহ মোট চার জন ক‌লেজ পর্যা‌য়ে জিপিএ-5 পায় । অপরদিকে বাশঁখালী গার্লস ডিগ্রী কলেজ ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৯ জন, জিপিএ-5 পেয়েছে ১জন শিক্ষার্থী , আলাওল ডিগ্রী কলেজ ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮১ জন, বাশঁখালী ডিগ্রী কলেজ ৫৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১৯ জন, পশ্চিম বাশঁখালী উপকুলীয় ডিগ্রী কলেজ ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৪ জন । অপরদিকে মাদ্রাসা পর্যায়ে আলিমে চাঁদপুর কাদেরীয়া আলিম মাদরাসা ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৫ জন, জিপিএ-5 পেয়েছে ১জন শিক্ষার্থী, বাশঁখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসা ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১ জন, পুকুরিয়া আনসারুল উলুম ফাযিল মাদরাসা ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮০ জন, জিপিএ-5 পেয়েছে ১জন শিক্ষার্থী, যাতানুরাইন ফাযিল মাদরাসার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪০ জন, জিপিএ-5 পেয়েছে ১জন শিক্ষার্থী, পুইঁছড়ি ইসলামিয়া ফাযিল মাদরাসা ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৩ জন, আহমদিয়া ডলমপীর(রহ:) আলিম মাদরাসা ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২১ জন, রংঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬ জন, পশ্চিম বাশঁখালী গন্ডামারা রহমানিয়া ফাযিল মাদরাসার ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৯ জন, জলদী হোসাইনিয়া  ফাযিল মাদরাসা ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৯ জন, পালেগ্রাম হাকিম মিঞা শাহ  আলিম মাদরাসায় ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৩ জন, শেখেরখীল ডিএসএ আলিম মাদরাসা ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৮ জন। বাশঁখালী কলেজ পর্যায়ে প্রতিবারের মত এবার মাষ্টার নজির আহমদ ডিগ্রি কলেজ সেরা হওয়ার ব্যাপারে জানতে চাইলে কলেজের অন্যতম প্রতিষ্টাতা মুজিবুর রহমান সিআইপি বলেন আমার পিতার আর্দশ বাস্তবায়নে এ কলেজ । এ কলেজে যারা ভর্তি হন এবং শিক্ষকতা করেন তাদের কাছে আমার চাওয়া শুধুই লেখা পড়া। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও আমাদের ছাত্রদের একান্ত প্রচেষ্টায় প্রতিবারের ন্যায় এবছরও বাঁশখালীতে সর্ব্বোচ্চ পাশের দিকে প্রথম স্থান দখল করেন। এ জন্যে আমি সকলের সহযোগিতা কামনা করি ।

-শিব্বির আহমদ রানা, বাঁশখালী জনপদ২৪.কম

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.