বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বসত ভিটার সীমানায় গাছ কাটা নিয়ে বাঁশখালীতে যুবক খুন

বসত ভিটার সীমানায় গাছ কাটা নিয়ে খুনের শিকার মো. জসীম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাশঁখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামের হাইদরী পাড়ায় বসত ভিটার সীমানায় গাছকাটা নিয়ে জসিম উদ্দিন (২২) নামে এক যুবক খুনের শিকার হয়েছে। সে ওই এলাকার শামশু আলমের পুত্র। 

স্থানীয় সুত্রে জানা যায়, বিগত তিন মাস আগে বসত ভিটার সীমানা নিয়ে একই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র জহিরুল ইসলামের সাথে নিহত জসিম উদ্দিনের জগড়া হয়। গত বৃহস্পতিবার সকালে বসত ঘরের সীমানার গাছ কাটা নিয়ে পুনরায় কথা কাটাকাটি হলে এক পর্যায়ে জসীমকে তাদের বাড়ীতে তুলে নিয়ে সদলবলে বেদড়ক মারধর করে। পরবর্তী নিহত জসীমের বাবা-মা, ভাই-বোন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা অাশংকাজনক হওয়ায় কতর্ব্যরত চিকিৎসক তাকে চমেক এ প্রেরণ করেন। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর মরদেহ নগরীর পাচঁলাইশ থানায় ময়না তদন্ত শেষে সন্ধ্যায় চাম্বলে নিয়ে আসা হলে পুরো এলাকা শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় নিহতের পিতা শামশু আলম বাদী হয়ে ওই এলাকার আব্দুর রহমানের পুত্র জহিরুল ইসলাম, দুলা মিয়ার পুত্র আবু ছৈয়দ ও আবু তাহের, শফি আলমের পুত্র শাহেদ, জাফর আহমদের পুত্র মাহমুদুল ইসলাম, জহিরুল ইসলামের স্ত্রী খাদিজাকে আসামী করে মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। 

এ ব্যাপারে বাশঁখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কামাল হোসেন বাড়ীর সীমানায় গাছকাটা নিয়ে জসিম উদ্দিন নামে একজনকে মারধরের খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.