বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

কদম রসুলে হযরত তমিজ উদ্দিন শাহ্ রহ: এতিম খানা-হেফজখানা'র উদ্বোধন

এস.কে.এম খোরশেদুল আলম দবির, খানখানাবাদ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল গ্রামে অবস্থিত হযরত বড় মাওলানা তমিজ উদ্দীন শাহ্ (রহঃ) হেফজখানা ও  তাঁর সুযোগ্য দৌহিত্র হযরত ছোট মাওলানা নুরুল হক রাব্বানী শাহ্ ( রহঃ) এতিম খানা'র শুভ উদ্ভোধন করেন।

শুভ উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মোহাম্মাদ জিয়াউল হক, পরিচালনা পর্ষদের এস, এম, আতাউল্লাহ ছগির মিয়া সহ বড় মাওলানা হুজুরের ওয়ারিশদের মধ্যে মোহাম্মদ শোয়াইব, মোহাম্মদ মাহমুদুল হক, মোহাম্মদ মাহবু রহমান, মোহাম্মদ আনোয়ারুল হক, এস এম কফিল উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, বাঁশখালী উপজেলা ৩৬০ আওলিয়া-বুজুর্গের পবিত্র ভুমি। তারা সুদূর আরব থেকে প্রায় তিন শত বছর আগে এসে ওই অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে ভূমিকা রাখেন। তাদের মধ্যে ৩নং খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল গ্রামের হযরত বড় মাওলানা তমিজ উদ্দীন শাহ্ (রাঃ) অন্যতম।

মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভার উদ্বোধন শেষে আলোচনার এক পর্যায়ে তারা দ্বীন ইসলামের খেদমতে নিজ নিজ অবস্থান থেকে  সহযোগীতার কথা বলেন।

বাঁশখালীজানপদ২৪.কম/এসখআ

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.