বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম'র নিয়মিত প্রকাশনা বাফাচ ৭ম সংখ্যা শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। উক্ত প্রকাশনায় আজীবন সদস্যদের নাম, ছবি ও ঠিকানা প্রকাশের ক্ষেত্রে নিম্নে উল্লেখিত আজীবন সদস্যদের কোন তথ্য ও ছবি পাওয়া যায়নি। উল্লেখিত সকল সদস্যদের অতিসত্বর (আগামী ২০ ডিসেম্বরের পূর্বে) প্রয়োজনীয় তথ্য প্রেরণ পূর্বক যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিষয়টি অতীব জরুরী। একই সাথে উল্লেখ্য যে, নতুন আজীবন সদস্য নিবন্ধন কার্যক্রম চলছে।
আজীবন সদস্য নাম্বার:
৯৩৫, ৯৩৬, ৯৩৭, ৯৩৮, ৯৩৯, ৯৪০, ৯৪১, ৯৪২, ৯৪৯, ৯৫১,৯৫২,৯৫৩, ৯৭২, ৯৭৪, ৯৭৫, ৯৭৬, ৯৭৭, ৯৮২, ৯৮৩,৯৮৪,৯৮৬,৯৮৭,৯৮৮, ৯৮৯, ৯৯০,৯৯১,৯৯২,৯৯৩,৯৯৪,৯৯৫,৯৯৬,৯৯৭,১০০৫,১০০৬,১০০৭,১০০৯,১০১২,১০১৩,১০১৫, ১০১৬,১০১৭= মোট৪১জন
সার্বিক যোগাযোগ:
সাধারণ সম্পাদক,
অধ্যাপক ফয়জুল হক
01818-244970
সহ সাধারণ সম্পাদক
আব্দুল মা'বুদ
-প্রেসবিজ্ঞপ্তি
বাঁশখালীজনপদ২৪.কম/রানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন