রঞ্জিত কান্তি দেবদাশ (প্রতিনিধি): বাঁশখালী উপজেলার নাপোড়া শেখেরখীল সার্বজনীন কালীবাড়ি প্রাঙ্গনে শ্রী শ্রী কালীবাড়ি গীতা বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের উদ্যোগে এক অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাপোড়া শেখেরখীল সার্বজনীন কালীবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহোৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী রাজীব গুহ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী অজয় চক্রবর্তী প্রবীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন নাথ ঋষভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক পুইছড়ী ইউনিয়ন কমিটির সভাপতি শিক্ষক শ্রী বাবলা কান্তি দেব এবং বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ বাঁশখালী উপজেলা কমিটির দপ্তর সম্পাদক শ্রী রঞ্জিত সুশীল রণ। এ ছাড়া স্থানীয় গীতা প্রচারে অগ্রনী ভুমিকা পালনকারী শ্রী রঞ্জিত দেবদাশ, শ্রী রামপ্রসাদ দেব, শ্রী পলাশ সেন, শ্রী রাজেশ দাশ, শ্রী সমীর দাশ, শ্রী দিগন্ত দেব, শ্রী মিটু দেব সহ বিভিন্ন স্থানীয় সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীযুক্ত বাবু মাইকেল সিকদার, উপস্থাপনায় ছিলেন শ্রীযুক্ত বাবু আকাশ সুশীল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ করেন শ্রীযুক্ত বাবু প্রিয়ম বিশ্বাস।
উক্ত অনুষ্ঠান আয়োজনে সার্বিক ভুমিকায় ছিলেন শ্রীমানি মনি দেব, শ্রীমানি মুক্তা দেব, শ্রীমানি প্রিয়া দেব, শ্রীমানি সুমা দেব, শ্রীমানি সুপর্না পাল, শ্রীমানি চম্পা পাল প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন