বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

আগুনে পুড়ে অঙ্গার হলো বাঁশখালী স্পেশাল সার্ভিস!

শাহাদাত কবির আবতাহী (জনপদ প্রতিনিধি): বাঁশখালী-চট্টগ্রাম যাত্রীবাহী 'বাঁশখালী স্পেশাল সার্ভিস' আজ (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, টইটং থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বাসটি প্রেমবাজার বাস স্টান্ডে এসে থামলে পুনরায় গাড়ি স্টার্ট দেওয়ার সময় গ্যাসের ট্যাঙ্কের সাথে শর্ট-সার্টকিটে আগুন লেগে যায়। এতে সাধারণ কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।

গাড়ির মালিক নিজেই চালক ছিলেন। গাড়ি মালিক স্বপন জানান, গাড়িটি স্টার্ট দেওয়ার সময় গ্যাসের ট্যাঙ্কের সাথে হঠাৎ আগুন ধরে যায়। আরো জানা যায়, দু'তিন মিনিটের মধ্যে সারা বাসে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। গাড়ি নাম্বার ( চট্ট মেট্রো-জ ০৫-০২৬৪)

ঘটনাস্থলে সারাধণ জানগণ আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বাঁশখালী ফায়ার সার্ভিসকে কল দিলে তারা ৪৫ মিনিটের মধ্যে এসে বাসের আগুন সম্পূর্ণ  নিয়ন্ত্রণে আনেন।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.