জনপদ ডেস্ক: উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার স্কুল ক্যামম্পাসে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফাহমিদা সুলতানা সততা স্টোরের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজী আকতার, সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সততা স্টোর নিয়ে শিক্ষকদের পক্ষে বলা হয়েছে, প্রাথমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেওয়ার একটি সহজ ও সুন্দর উপায় হতে পারে সততা স্টোর। তাছাড়া সততা মানব চরিত্রের একটি শ্রেষ্ঠ গুণ। মানবজীবনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। অতএব মানুষকে সদা সর্বদা কথা ও কাজে সততা ও স্বচ্ছতা রক্ষা করতে হবে এবং মিথ্যার অভিশাপ ও গ্লানি থেকে বাঁচতে হবে।
সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা শিক্ষা লাভ করবে। নিজেরা স্টোর থেকে তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করবে। স্টোরে প্রতিটি জিনিসের মুল্যের একটি তালিকা দেওয়া আছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের মূল্য তালিকা দেখে ক্যাশ বাক্সে মূল্য রেখে দিবে। এখানে কোন বিক্রেতা বা দোকানদার থাকবেনা। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিকভাবে গড়ে তোলার নিমিত্তে আমাদের সততা স্টোর।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন