বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীর সন্তান কবি নুর মুহাম্মদের 'মনোলোভা নিশি' আসছে একুশে বইমেলায়

জনপদ সাহিত্য ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে কবি নূর মুহাম্মদের কাব্যগ্রন্থ ‘মনোলোভা নিশি’। মনোলোভা নিশি তার  দ্বিতীয় কাব্যগ্রন্থ। মহান একুশে বইমেলা ২০১৯ খ্রিষ্ঠাব্দে পায়রা প্রকাশনী কর্তৃক প্রকাশিত হতে যাচ্ছে। ইতিপূর্বে ২০১৮ খ্রিষ্টাব্দে এক্সেপশণ প্রকাশনা কর্তৃক তার প্রথম কাব্যগ্রন্থ "লাল সবুজের প্রেম" প্রকাশিত হয়।
একসময় ছাত্রজীবন থেকেই লেখালেখিতে অব্যস্থ ছিলেন তিনি। ছন্দাবরণে, চিন্তনভাবধারায় চমৎকার ভাষাশৈলী দিয়ে কবিতা লেখেন তিনি। সংসার জীবনের নানা প্রতিকুলতায় ২০০৩ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে লেখালেখি থেকে দূরে ছিলেন তিনি। ২০০২ খ্রিষ্ঠাব্দে জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান স্মৃতিচারণে রচিয়ত "তুমি ছিলে তাই" কবিতাটি দেশ বরেণ্য কবি আল মাহমুদ ও সামশুর রহমানের লেখার পাশাপাশি জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়।

২০১৬ সালের শেষ অবধি বিভিন্ন সাময়িকীতে, অনলাইনের সুবাদে আবারো লেখালেখিতে আত্মনিয়োগ করেন তিনি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া  ইউনিয়নের বাগমারা গ্রামে কবি নুর মুহাম্মদের জন্ম। বর্তমানে তিনি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন।

এবারের বইমেলায় পাওয়া যাবে কবি'র "মনোলোভা নিশি" কাব্যগ্রন্থটি। পায়রা প্রকাশনা কতৃক কাব্যটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন এমদাদ আরেফিন। ঢাকা গ্রন্থমেলা ছাড়াও বইটি চট্টগ্রামের বইমেলায়ও পাওয়া যাবে পায়রা প্রকাশনার স্টলে।




[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.