বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে বনের কাঠেই পুড়ছে ইট: দ্রুত অভিযানের কথা জানালেন ইউএনও

জসীম উদ্দীন (স্টাফ রিপোর্টার): চট্টগ্রামের বাঁশখালীতে ব্যাপকভাবে বন জঙ্গলের গাছ দিয়ে অবৈধভাবে পোড়ানো হচ্ছে ইট। কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও ইট ব্যবসায়ীরা নিয়মের কোন তোয়াক্কা না করে গভীর বন জঙ্গল উজাড় করে বনের গাছ দিয়ে প্রতিনিয়ত ইট ভাটা তৈরি করছে। যার ফলে পরিবেশ ও বন জঙ্গলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোট সাতটি ব্রিকফিল্ড রয়েছে এর মধ্যে প্রত্যেকটি ব্রিকফিল্ডে সামান্য কিছু সংখ্যক কয়লার দেখা মিললেও  যা তুলনামূলকভাবে ১০ শতাংশ এর কম। বাকি ৯০ শতাংশ বন জঙ্গলের কাট দিয়ে পোড়ানো হচ্ছে ইট। এই অবৈধভাবে কাঠ পোড়ানোর কারণ জানতে চাইলে ব্রিক ফিল্ড মালিক কর্তৃপক্ষের কেউ কোন কথা বলতে রাজি হয়নি

বাঁশখালী ব্রিকফিল্ড ব্যবসায়ীর সভাপতি ইরান চৌধুরী  আনুষ্ঠানিকভাবে কোনো কথা না বললেও গোপন ক্যামেরায় ধারনকৃত কিছু  প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ২০০৬ সাল থেকে এই ব্রিকফিল্ড ব্যবসা করে আসছি কেউ আমাকে বাধা দিতে পারবে না। মূলত কয়লা দিয়ে ইট পোড়ালে আমাদের কোন লাভ থাকে না আরো অনেক লস হয়ে যায়। আমি ব্রিকফিল্ড করছি আমার অধীনস্থ প্রায় ৩০০ শ্রমিক কাজ করে এবং এই মানুষগুলোর আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

N.T.B নামে একটি ব্রিক ফিল্ড রয়েছে। এটি চাম্বল ইউনিয়নে অবস্থিত।  উক্ত ব্রিকফিল্ডটি সম্পূর্ণভাবে বন জঙ্গলের গাছ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। এবং ইট বহন করতে গিয়ে ব্যবহৃত যানবাহনে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফাইভ স্টার এন নামের আরেকটি ব্রিকফিল্ড রয়েছে শেখেরখীল ইউপিতে। এই ব্রিক ফিল্ডে চুলার  কর্মচারীদের সাথে কথা বললে তারা জঙ্গলের গাছ দিয়ে ইট পোড়ানোর কথা অস্বীকার করে।

 এই ব্যাপারে ব্রিকফিল্ড কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ওরা কোনো কথা বলতে রাজি হয়নি। উক্ত ব্রিক ফিল্ডের যিনি ম্যানেজার সে ক্যামেরা দেখে  পরিচয় গোপন করে লেবার এর রূপ ধারণ করে। এবং তিনি কিছু জানে না বলে এড়িয়ে যায়।

আবার কিছু কিছু ব্রিক ফিল্ড চুলার উচ্চতা এতই কম যে যেগুলোর  ধোঁয়ার কারণে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষের নাগালেই ধোঁয়া যেন বিব্রতকর করে তুলছে। 

এই ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার প্রতিবেদককে জানান, ব্রিকফিল্ড ব্যবসায়ীরা যদি বন জঙ্গলের গাছ দিয়ে ইট ভাটা তৈরি করে সে ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা ও জেল দেওয়া হবে। আর আমি বন কর্মকর্তাদের বলে দিব যাতে বন জঙ্গল থেকে একটি কাঠও যেন তারা কাটতে না পারে। এই ব্যাপারে তিনি কঠোর সিদ্ধান্তের কথাও জানান।




[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.