বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে মাস্টার নজির আহমদ ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ


জনপদ ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে এবছরও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বাঁশখালীর ছনুয়া, গন্ডামারা, শীলকুপ, শেখেরখীল, পুঁইছড়ি, আংশিক সরল, চাম্বল ইউনিয়নসহ মোট ৩৯৪টি মসজিদ, মাদ্রাসা, এতিম ও হেফজখানায় পুরো রমজান মাসে মুসল্লিরা যাতে ইফতার করতে পারে, এক মাসের চাহিদা অনুযায়ী পুরো রমজান মাসে ইফতারির জন্য ছোলা, পেঁয়াজ, হলুদ, মরিচ, তেল, মুড়ি হস্তান্তর করা হয়। মুসল্লির সংখ্যা অনুযায়ী প্রতি প্রতিষ্ঠানের সভাপতি-সেক্রেটারী, ইমাম-মোয়াজ্জিম, মোতোয়াল্লীদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি, সদস্য মৌলভী মফিজুর রহমান, অধ্যক্ষ মৌলভী মোশাররফ হোসেন, শিক্ষক ফেরদৌস আকতার প্রমুখ।

বিভিন্ন প্রতিষ্ঠানে তালিকা প্রস্তুতে সহায়তা করেন স্থানীয় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকরা। সুন্দর ও সুষ্ঠুভাবে ইফতার সামগ্রী বিতরণ করায় প্রত্যেক শিক্ষককে ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.