বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

স্যার আশুতোষ সরকারি কলেজের সহকারি অধ্যাপক হলেন বাঁশখালীর সন্তান এমরানুল ইসলাম

শামিম উল্লাহ আদিল, পুইছড়ি প্রতিনিধি: স্যার আশুতোষ সরকারি কলেজের স্বণামধন্য প্রভাষক মোহাম্মদ এমরানুল ইসলাম গত ৩ জুুুুলাই সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাঁর পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে তাঁকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এমরানুল ইসলাম বাঁশখালী  উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল ইসলামেরর সন্তান। তার বাব একজন চিকিৎসক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী। সকল ক্লাসেই তাঁর রয়েছে গৌরবজনক ফলাফল। তিনি পুইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পর্যায়ক্রমে কক্সবাজার সিটি কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি ২৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে  উত্তীর্ণ হন। দীর্ঘদিন অধ্যাপনার পর গত ৩জুন মঙ্গলবার তিনি প্রভাষক হতে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পেলেন।

নিবেদিত শিক্ষক এমরানুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি সামাজিক নানা কর্মকান্ডেও সময় দিয়ে থাকেন। একটু অবসর পেলেই তিনি ছুটে যান এলাকায়। দরিদ্রদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি সামাজিক কাজেও বেশ ভূমিকা রেখে ইতোমধ্যে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন ও এলাকায় সাড়া জাগিয়েছেন। পুইছড়িকে তিনি ফুলের মত সাজাবার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন অবিরত। তাঁর সে আকাঙ্খা পূরণে এলাকাবাসির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতাসহ তাঁর প্রতি রয়েছে অকুণ্ঠ সমর্থন।

তিনি এলাকার পুইছড়ি জ্ঞান চর্চা পাঠাগার এর উপদেষ্টা মন্ডলির সদস্য। বাঁশখালী আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.