খোরশেদুল হক মানিক, শেখেরখীল প্রতিনিধিঃ ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) শেখেরখীল ইউনিয়নের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এক র্র্যালী সম্পন্ন হয়েছে। র্যালীটি স্থানীয় দারুচ্ছালাম আদর্শ সিনিয়র মাদরাসা থেকে শুরু করে মৌলভী বাজার সহ অন্যান্য এলাকা প্রদক্ষিণ করে।
সোমবার (৫আগষ্ট) অনুষ্ঠিত র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সিপিপির টিম লিডার ছগীর আহমদ। শেখেরখীল ইউনিয়ন টিম লিডার আবদুল মালেকের নেতৃত্বে র্যালীতে সিপিপির বিভিন্ন স্বেচ্ছাসেবক সহ দারুচ্ছালাম মাদরাসার ছাত্র/ছাত্রী সহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবদুল মালেক, মৌলানা ইসমাইল। এ সময় তারা ডেঙ্গু জ্বরে অাক্রান্ত হলে আতংকিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে এবং নিজের বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিস্কার রাখার জন্য সচেতন করেন। এছাড়াও কোথাও পানি জমে যাতে মশার বংশবৃদ্ধি ঘটতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে বলেন।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন