বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

কবিতাঃ অপরাজিতা

 

অপরাজিতা

-হারুন হাফিজ

একদিন আদরে নিয়েছিলাম টেনে বুকে
আজ স্বহস্থে দিলাম বলি
ওগো অপরাজিতা, ক্ষমা করো আমায়
যখন কেউ ছিলনা, তুমি ছিলে আনন্দ
দিয়েছো ফুলেফুলে, সোহাগ দিয়েছ ঢেলে।


তারপর ধীরে ধীরে রঙ বেরঙের ভিড়ে
তোমার বৈশিষ্ট্য গিয়াছে হারিয়ে,
সহজে ভুলিলাম তোমায়!
তুমি তাই অনাদৃতা।


অনাদরে গিয়েছ শুকিয়ে
দিয়েছো নিজেরে নিঃশেষ করে,
শুস্ক-জীর্ণ পত্ররাজি
বুঝি আমারে ঢালে
কীটরা বেধেঁছে বাসা,
তুমি অসহায়!
দীর্ঘশ্বাস ছেড়োছো
বুঝিনি আমি বুঝিনি।

_________________________
কবি, উপন্যাসিক ও পিএইচডি গবেষক
প্রভাষক- পশ্চিম বাঁশখালী গণ্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.