নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোকদন্ডী ভূমি অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর একটি টিমের আকষ্মিক অভিযানে ঘুষগ্রহণকালে এক ভূমিকর্মকর্তাকে আটক করেছে। ঘুষগ্রণকালে হাতেনাতে ১৫ হাজার টাকাসহ তল্লাশী করে আরো ৪৭হাজার টাকা নগদ পাওয়া গেছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সহকারী ভূমিকর্মকর্তা নুরুল আলম সিদ্দিকীকে আটক করা হয়। এসময় নগদ টাকা সহ বিভিন্ন কাগজপত্রও জব্দ করা হয় হয়েছে বলে জানান দুদকের উপ-সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন। তিনি আরো জানান, ঘুষ আদান প্রদান কালে গোপন সংবাদের ভিত্তিতে গুনাগরি কোকদন্ডী ভূমি অফিসে আমরা অভিযান পরিচালনা করি। এতে উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে হাতেনাতে ১৫ হাজার টাকা নগদ এবং তার শরীরে তল্লাশি চালিয়ে আরো ৪৭ হাজার টাকা উদ্ধার করি।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদুক) চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহমুদ হাসান ও লুৎফুর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন