বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

কাউন্সিলরকে দেখে নেওয়ার হুমকি দিলেন বাঁশখালী পৌর মেয়র!

নিজস্ব সংবাদদাতাঃ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলা কুমার দাশকে পৌরসভার কাযার্লয় থেকে বের করে দিলেন মেয়র সেলিমুল হক চৌধুরী। ঘটনাটি সংঘটিত মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে। জানা যায়, বাঁশখালী পৌরসভার মেয়রের বিরুদ্ধে ৪ কাউন্সিলর নানা দুর্নীতির অভিযোগ করেন স্থানীয় সরকার চট্টগ্রাম, দুদক থেকে শুরু করে বিভিন্ন দফতরে। তারই ভিত্তিতে বিগত ২২ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি বাঁশখালী পৌরসভা কাযার্লয়ে ঘটনার তদন্তে আসেন এবং দুদকের পক্ষ থেকে বাঁশখালী পৌরসভায় তদন্তে এসে চাউল বিতরণ না করার সত্যতা পান। এদিকে ৪ কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে অভিযোগ করায় মেয়র এবং অভিযোগকারী ৪ কাউন্সিলরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে কাউন্সিলর বাবলা কুমার দাশ পৌরসভা কাযার্লয়ে গেলে সেখানে সহকারী একাউন্টিংয়ের রুমে বসে থাকা মেয়র সেলিমুল হক চৌধুরী কাউন্সিলর বাবলা কুমার দাশকে ‘বাঁশখালী পৌরসভা থেকে চলে যা, তোরা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিস, আমি তোদেরকে দেখে নেব’ বলে আরো নানা ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে পৌর কাউন্সিলর বাবলা কুমার দাশ জনপদ প্রতিবেদককে বলেন, আমি নিবার্চিত কাউন্সিলর। তাই পৌরসভায় যাওয়ার অধিকার রয়েছে আমার। সেই হিসেবে পৌরসভায় গেলে মেয়র আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পৌর কাযার্লয় থেকে বের করে দেন। তা নিয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ইউএনও মহোদয়কে অভিযোগ করেছি। কাল বুধবার পৌরসভায় ৩৯তম মাসিক মিটিং আহবান করা হয়েছে। এভাবে আচরণ করলে আমরা কিভাবে মিটিংয়ে অংশগ্রহণ করবো। এদিকে এ ঘটনার এ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলর বাবলা কুমার দাশ স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক, স্থানীয় সরকার চট্টগ্রামের সচিব, বাঁশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং বাঁশখালীর কর্মরত সাংবাদিকদের অভিযোগ সহকারে উক্ত ঘটনা অবহিত করেন।


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com




কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.