নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
সোমবার আনুমানিক ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫ নম্বর ওয়ার্ডের মনছুরের বাড়িতে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় মোহছেন আলীর ছেলে ছগির, আবু তাহের ও তাদের বোন জামাই। এ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের বাঁশের বেড়া সমেত টিনের চালা সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, তাদের বসতঘরের রান্নার চুলা থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর রাত ৩ টার সময় অগ্নিকান্ডের ঘটনায় কোন রকমভাবেই পরিবারের সদস্যরা বের হতে পারলেও সর্বস্ব পুড়ে যায়। এতে গরু-ছাগল সহ ১০টি গৃহপালিত পশু পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ঘটনায় উভয় পরিবারের নগদ টাকা সহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব প্রতিবেদককে জানান, 'অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আমরা টিম সহ ঘটনাস্থলে পৌছার আগেই তাদের সর্বস্ব পুড়ে যায়।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন