বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ড: বসতঘরসহ গবাদিপশু পুড়ে অঙ্গার!


নিজস্ব প্রতিবেদকঃ
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

সোমবার আনুমানিক ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫ নম্বর ওয়ার্ডের মনছুরের বাড়িতে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় মোহছেন আলীর ছেলে ছগির, আবু তাহের ও তাদের বোন জামাই। এ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের বাঁশের বেড়া সমেত টিনের চালা সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, তাদের বসতঘরের রান্নার চুলা থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর রাত ৩ টার সময় অগ্নিকান্ডের ঘটনায় কোন রকমভাবেই পরিবারের সদস্যরা বের হতে পারলেও সর্বস্ব পুড়ে যায়। এতে গরু-ছাগল সহ ১০টি গৃহপালিত পশু পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ঘটনায় উভয় পরিবারের নগদ টাকা সহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব প্রতিবেদককে জানান, 'অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আমরা টিম সহ ঘটনাস্থলে পৌছার আগেই তাদের সর্বস্ব পুড়ে যায়।'


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.