advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালী বিদ্যুৎ স্পৃষ্টে সোনালী ব্যাংকের কর্মচারি নিহত “বাঁশখালীজনপদ২৪.কম”


নিজস্ব সংবাদদাতাঃ
 চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোনালী ব্যাংকের বৈলছড়ি কে.বি বাজার শাখার মু. সেলিম (৪০) নামের একজন কর্মচারী নিহত হয়েছেন।

নিহত মু. সেলিম বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম নতুন বাজার ৪ নম্বর ওয়ার্ড এলাকার গোলাম রহমানের পুত্র বলে জানা যায়।

গত মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮ টার সময় নিজ বাড়িতে বিদ্যুতের লাইন চেক করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাইয়ের মেয়ে খালেদা বলেন, 'গত মঙ্গলবার বৃষ্টির কারণে সারাদিন বিদ্যুৎ ছিলনা। সন্ধ্যায় চাচা বাড়িতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন তার পাশের বাড়িতে বিদ্যুৎ আছে, কিন্তু তার বাড়িতে বিদ্যুৎ নাই। পরে তিনি দু'জন ইলেকট্রিশিয়ানকে বিষয়টি দেখার জন্য ডেকে আনেন। তারা মিটার চেক করতে বললে, সেলিম প্লাস দিয়ে মিটার সংযুক্ত তার টান দিতেই ভেজা তার থেকে শকট লেগে তার এ ঘটনা ঘটে। পরে তাকে ঘটনাস্থল থেকে স্থানীয় গুনাগরি মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
সোনালী ব্যাংকের বৈলছড়ি কে.বি বাজার শাখার ম্যানেজার বিক্রম কিশোর দত্ত বলেন, 'মু. সেলিম বৈলছড়ি কে.বি বাজার সোনালি ব্যাংক শাখার অস্থায়ী খন্ডকালীন কর্মচারি ছিলেন। তিনি দীর্ঘ ১০ বছর ধরে ব্যাংকে চাকরি করেছেন। প্রতিদিনের মতো তিন গতকাল অফিস শেষ করে বাড়ি ফিরে। অসতর্কতাবশত বিদ্যুৎ তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। তার ২ ছেলে ২ মেয়ে রয়েছেন।'

রামদাশমুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস.আই) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, অসতর্কতাবশত সেলিম বৈদ্যুতিক মিটারের সাথে সংযুক্ত তার প্লাস দিয়ে টান দেয়। বৃষ্টির কারণে তার ভেজা ছিল। ভেজা তারে প্লাস দিয়ে টানতে গিয়ে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ নিয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।'



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই