advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

সিআরবিতে নগরবাসী কি চায়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “বাঁশখালীজনপদ২৪.কম'’


সিআরবিতে হাসপাতাল নির্মাণ হবে আত্মঘাতী সিদ্ধান্ত:
ব্যারিস্টার মনোয়ার হোসেন

সরকারের সম্মতি পেলে নগরীতে ১০০০ শয্যার হাসপাতাল বানাবো: ব্যারিস্টার মনোয়ার হোসেন

সিআরবির সবুজ প্রকৃতির বুকে হাসপাতাল নির্মাণ ইস্যুতে বাঁশখালী টাইমসের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা গত ২৭ জুলাই রাত ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। 'সিআরবিতে নগরবাসী কী চায়' শীর্ষক লাইভ আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে লন্ডন থেকে যুক্ত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিন। বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাতের গ্রন্থনা ও পরিকল্পনায় মাহবুব ছোবহান চৌধুরী ও আহসান হানিফের যৌথ সঞ্চালনায় লাইভ অনুষ্ঠানটি দেশ-বিদেশের অসংখ্য দর্শক-শ্রোতা উপভোগ করেন। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নাফিজ মিনহাজ। অনুষ্ঠানে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন- 'সিআরবির সবুজ ভূখণ্ডে হাসপাতাল নির্মাণ হবে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত। আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বিকভাবে অবগত হয়ে জনগণের পক্ষে সিদ্ধান্ত দিবেন। সরকারের সম্মতি পেলে আমি নগরীতে ১০০০ শয্যার হাসপাতাল করে দিতে রাজি আছি। বিভিন্ন দেশের অসংখ্য প্রবাসী বাংলাদেশী আমার সাথে আছেন। বক্তব্যে এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন- 'হাসপাতাল করলে শুধু প্রকৃতির ইকোসিস্টেম ধ্বংস হবে না; মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিকদের সমাধিস্থল নিশ্চিহ্ন হয়ে যাবে। নগরবাসী চায় না বীর মুক্তিযোদ্ধাদের এই স্মৃতি ধ্বংস হোক। আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রীকে এ প্রসঙ্গে ভুল বুঝানো হয়েছে। এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিন তাঁর বক্তব্যে বলেন- 'সিআরবি ছাড়াও হাসপাতাল নির্মাণের যথেষ্ট জায়গা নগরীতে আছে। নগরবাসী প্রাণভরে নিঃশ্বাস নেয়ার মতো সুযোগ দিন দিন সংকুচিত হয়ে আসছে। সম্প্রতি বন্ধ হয়ে গেল নেভাল ২ খ্যাত অভয়মিত্র ঘাটও যেখানে বিকাল হলেই অসংখ্য নগরবাসী ছুটে আসতেন। প্রেস বিজ্ঞপ্তি



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই