জনপদসংবাদদাতাঃ বাঁশখালীতে প্রভাবশালী স্থানীয় ছাবের আহমদ গং কর্তৃক জোরপূর্বক বসতভিটা দখল, বসতঘর ক্ষতি সাধন করে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ভুক্তভোগী মঞ্জুর আহমদ গং।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য উপজেলার সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পোয়াদা পাড়ার ভুক্তভোগী মঞ্জুর আহমদ।
লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন, প্রভাবশালী ছাবের আহমদ গং দীর্ঘদিন ধরে জোর জুলুম করে মৌরশিসূত্রে প্রাপ্ত আমাদের পৈত্রিক ভিটা দখলের কুমানসে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে। ১৯৮২ সালে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প কার্টিজে নালিশী সম্পত্তি সংক্রান্তে একটি আন-রেজিঃ অংশনামা সম্পাদন করা হয়, যার পক্ষে একমত হয়ে ছাবের আহমদ স্বাক্ষর করেন। সে থেকে আমরা উভয়ই বন্টিত অংশনামায় বসতবাড়ী ভোগদখলে আছি। বর্তমানে তারা জোরপূর্ব আমাদেরকে উঠিয়ে দিতে নানাভাবে হয়রানী করে যাচ্ছে।
তিনি আরো বলেন, এমনকি তারা আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক আমাদের দখলীয় জায়গায় পাকা ঘর নির্মাণ করে আমাদের মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে আসামীদের বিল্ডিংয়ের ছাদের পানি ছেড়ে দেয়। এতে আমাদের ঘরের দেওয়াল ভেঙে যায়। বর্তমানে আমরা বসতঘরে থাকতে পারছি না। আমরা আশ্রহীন হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আসামীদের হয়রানী ও মিথ্যামামলা থেকে বাঁচতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে এসময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন