রোববার (৩১ ডিসেম্বর) রাত ৩টা ২০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন তাঁহার পুত্র হাফেজ মুহাম্মদ তৈয়্যব উল্লাহ। একইদিন বাদে জোহর (দুপুর ২টায়) বৈলছড়ি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় নুইন্যা পুকুর পাড় জামে মসজিদের মাঠে তাঁহার জানাযার নামায অনুষ্ঠিত হবে।
মরহুম হাফেজ এজহারুল হক বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড এলাকার উত্তর পাড়ার মরহুম সাহাব মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রবীণ এ হাফেজে কোরআন দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে চাম্বল বড় মাদরাসায় শিক্ষকতা করেন। তাঁহার হাতে অসংখ্য ছাত্র হাফেজ হন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন