মরহুমের বড় ছেলে হাফেজ ইসহাকের ইমামতিতে রোববার দুপুর ২টায় বৈলছড়ি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় নুইন্যা পুকুর পাড় জামে মসজিদের মাঠে তাঁহার জানাযার নামায সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
জানাজার নামাযে অংশগ্রহণ করেন বৈলছড়ি ইউপির চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাও আহমদ হোছাইন, বৈলগাঁও কনজুল উলুম মাদরাসার পরিচালক মাও আবু বক্কর, মুরাদপুর আলী ইবনে আবি তালিব মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও আব্দুল মান্নান, জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ হোসাইন আহমদ, ক্বারী নোমান জাহাঙ্গীর, চাম্বল বড় মাদরাসার শিক্ষক মাও ছালেকুজ্জামান, বৈলগাঁও কনজুল উলুম মাদরাসার শিক্ষক ক্বারী মাও নাছির উদ্দিনসহ অসংখ্য মাদরাসার শিক্ষক ও তাঁহার অসংখ্য শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন