প্রেসবিজ্ঞপ্তিঃ গলুই প্রকাশন কর্তৃক প্রকাশিত কবি, কলামিষ্ট ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মছুরি'র 'নীল সমাধির স্মৃতি' গ্রন্থের উন্মোচন হবে আগামী শনিবার (২০ জানুয়ারী-২৪ খ্রিঃ)। এদিন সন্ধ্যা ৬ টায় বন্দর নগরী চট্টগ্রামের চেরাগি মোড় আজাদী ভবনের পাশে বৈঠকখানা হলরুমে বইটির মোড়ক উন্মোচন করা হবে।
এ অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয়সম্মতি জ্ঞাপন করেছেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক বাংলা লোকগীতি গবেষক ডক্টর শেখ সাদী, বিশিষ্ট কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, চট্টগ্রাম কলেজ বাংলা বিভাগের অধ্যাপক আব্দুস সালাম, কবি কমরুদ্দিন আহমদ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। তাছাড়া এদিন কবি, সাংবাদিক, সাহিত্যিকসহ অনেকেই উপস্থিত থাকবেন।
বইটি চলতি বছরের ফ্রেবুয়ারী মাসে বইমেলায় এ গ্রন্থটি পাওয়া যাবে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন