বুধবার (১০ এপ্রিল) সকালে ওই এলাকার স্থানীয় কৃষক আলী আহমদের ধান ক্ষেতের জালে সাপটি আটকা পড়তে দেখেন স্থানীয় লোকজন। বাঁশখালী ইকোপার্কে দায়িত্বরত জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট বাপ্পি মল্লিক বলেন, আমাদের সি পি জি সভাপতি এরশাদ আলী, সঙ্গীয় আসাদুল হক সহ গ্রামের কয়েকজন লোকের সহযোগিতায় অজগর সাপটি কে উদ্ধার করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী ইকোপার্কের কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, 'শীলকূপ মাতব্বর পাড়ায় কৃষকের ধান ক্ষেতের জালে আটকা পড়া ৭ ফুট লম্বা ৭/৮ কেজি ওজনের একটি সোনালী অজগর সাপ উদ্ধার করে আমাদের বনবিভাগের লোকজন। পরে এটি বাঁশখালী ইকোপার্কে নিয়ে আসেন। আজ সকাল ১০টার দিকে বাঁশখালী ইকোপার্কে সাপটি কে অবমুক্ত করা হয়।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন