শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি চুনতি অভয়ারণ্যে ৫/৬টি হাতি দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। আম, কাঁঠালের মৌসুমে এরা প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসে। কখনো কখনো পাহাড়ের পাদদেশে এদের দেখা যায় দলবেঁধে। এরা ছুটে আসে খাদ্যের সন্ধানে।
মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে নয় টার সময় কালীপুর আদর্শ গ্রামের দক্ষিণে বৈলছড়ি ইউনিয়নের জঙ্গল বৈলছড়ি পাথাইরগ্যাহোলা নামক স্থানে হাতির একটি পালের দেখা যায়।
বৈলছড়ি এলাকার কফিল উদ্দিন নামে এক বাগানী বলেন, 'সকালে ৫/৬টি একসাথে হাতির একটি পাল লোকালয়ের কাছাকাছি চলে আসে। দলের একটি হাতি লোকজনকে দেখলে তাড়া করে আবার দলে ছুটে যায়। এখন আম, কাঁঠালের সিজন থাকায় তারা দলবেঁধে ছুটে আসে খাবারের সন্ধানে। আমাদের প্রায় বাগানে এরা প্রবেশ করে মৌসুমী ফলের ক্ষতি করে থাকে।
এ ব্যাপারে বনবিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, 'বাঁশখালী চুনতি অভয়ারণ্য রেঞ্জের বাঁশখালী পাহাড়ী এলাকায় প্রায় ৪০-৪৫ টি হাতির বসবাস রয়েছে। এরা প্রায়ই সময় দলবেঁধে বিভিন্ন জায়গায় খাদ্যের সন্ধানে ঘুড়ে বেড়ায়। এখন আম, কাঁঠালের মৌসুম। এ মৌসুমে হাতির দল খাবারের সন্ধানে পাহাড়ের কাছাকাছি এলাকায়ও ছুটে আসে। পাহাড়ে হাতির খাবার কমে যাওয়ায় তারা সর্বত্র ঘুরে বেড়ালেও সহজে কারো কোনো ক্ষতি করতে চায় না।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন