জনপদসংবাদদাতাঃ চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) নির্বাচিত হলেন বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের হল রুমে সদস্যদের ভোটে তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম।
উল্লেখ্য, গত ২০২২ সারের ১৭ অক্টোবর চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী ১৩নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্যপদে নিরঙ্কুশ বিজয় লাভ করেন অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)। বাঁশখালীতে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবেও তিনি পরিচিত। জেলাপরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নানামুখি উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন