বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে জোরপূর্বক জায়গা দখল, চাঁদা দাবীর অভিযোগে মামলা

জনপদসংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ড নোয়া পাড়া এলাকায় বাদীর পৈত্রিক মৌরশী ও খরিদা দখলীয় জায়গা জোরপূর্বক দখলের উদ্দ্যেশ্যে টিনের ঘেরাবেঁড়া দেওয়ার চেষ্টাকালে বাঁধাপ্রদান করলে মোটা অংকের চাঁদা দাবী, খুন, জখম ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় বিবাদী করা হয়েছে সরলের পাইরাং জালিয়াঘাটা এলাকার রশিদ আহমদ (৩৮), ফরিদ আহমদ (৫০), মো. সিরাজ (৪৫), মহিউদ্দিন (২০), জসিম (২২), রিদুয়ান (১৯) সহ ওই এলাকার অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাঁশখালী, চট্টগ্রামে মাহমুদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

বাদীর অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভার উত্তর জলদী মৌজার বি.এস ৯৫০ নম্বর খতিয়ানের, বি.এস ১০১৪০ দাগের আন্দর ৮.৩২ শতক সম্পত্তি বাদীর পৈত্রিক, মৌরশী ও খরিদা সম্পত্তি হয়। তপশীলোক্ত সম্পত্তি নিয়ে আসামীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বাঁশখালী পৌর মেয়র ও গন্যমান্য ব্যক্তিরা শালিস বিচার করলেও তা অমান্য করে। এর প্রেক্ষিতে আমরা ওয়ারিশগণ বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা দায়ের করলে বেআইনীভাবে অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করে।

মামলার বাদী মাহমুদুল ইসলাম অভিযোগ করে বলেন, সর্বশেষ সোমবার আমাদের দখলীয় জায়গায় ভোরে জনবল নিয়ে টিনের ঘেরবেঁড়া দিয়ে বেআইনীভাবে জোরপূর্বক দখলে বাঁধা দিলে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। ঘটনার ভিডিয়ো ধারণ করলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়ে এসে আমার ২০ হাজার টাকা মূল্যের এন্ড্রয়েট মোবাইল ভাংচুর করে, পকেটে টাকা নগদ ২৫ হাজার টাকা চিনিয়ে নেয়। এরপর নানাভাবে তারা আমাদেরকে খুন, জখমের হুমকী দেয়।

মামলার আসামী মহিউদ্দীন নামে একজনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমরা আইনের বাইরে নয়। সেখানে আমরা সম্পত্তি পাই। এ নিয়ে বহু সালিশ বিচার হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধর, জখমের উদ্দ্যেশ্যে তেড়ে আসার ভিডিয়ো ও চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করেন তিনি।'





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.