বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী ইকো-পার্কে বিনোদনে যুক্ত হলো দু'টি প্যাডেল বোট!

বাঁশখালী জনপদের খবর ডেস্ক: ক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্যতম দৃষ্টিনন্দন সবুজের চাঁদরে ঢাকা বাঁশখালী ইকো-পার্ক। দিন দিন পার্কে ভীড় জমেছে পর্যটকদের। বিশাল জলরাশি উচুঁনিচুঁ পাহাড়ে ঘেরা এক বিচিত্র সবুজের সমারোহে আচ্ছাদিত বাঁশখালী ইকোপার্ক। দিন দিন এর সৌন্দয্য বর্ধনে কাজ করে যাচ্ছে কতৃপক্ষ। দর্শকদের বিনোদন দিতে গত ১৮ জুন (সোমবার) বাঁশখালী ইকোপার্কে ডানের ছড়া লেকে জলদি সহ-ব্যবস্থাপনা সংগঠন কর্তক প্রদত্ত  দু'টি প্যাডেল বোট এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) গোলাম মাওলা। এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুজ্জমান শেখ, জলদি অভয়ারন্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল, জলদি সিএমসি'র সভাপতি মো. মোজাম্মেল হক সিকদার সহ অন্যান্য সুধিজনেরা।

এসময় উপস্থিত বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মওলা বলেন, খুব শিগ্রই বাঁশখালী ইকোপার্ক বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা পর্যটক স্পটে রুপ পেতে যাচ্ছে। বিনোদন প্রেমীদের জন্য আকর্ষনীয় পর্যটন স্পট হিসেবে এটিকে গড়ে তুলা হবে ভিন্ন অবয়বে। এখানে চমৎকার প্রাকৃতিক পরিবেশ, সবুজের বিশাল বিচরণ ক্ষেত্র, উঁচুনিঁচু পাহাড়, বামের ও ডানের ছড়া লেক সব মিলিয়ে অসাধারণ একটি পর্যটন স্পট। আনিছুজ্জমান শেখ বলেন, দুটি প্যাডেল বোট উৎসুক বিনোদন প্রেমীদের জন্য আনন্দের নতুন মাত্রা যুক্ত হল। তিনি বাঁশখালী ইকো-পার্ককে সেরা বিনোদনের স্পট হিসেবে ঢেলে সাজানোর জন্য প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান। তাছাড়া এখানে পর্যটকদের নিরাপত্তার যথেষ্ট সু-ব্যবস্থা রয়েছে।

এডমিন: শিব্বির আহমদ রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.