advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

শিল্পী সাদেক হোসাইনের পরিচালনায় নতুন আঙ্গিকে নাশিদ স্টুডিওর যাত্রা

বাঁশখালী জনপদ ডেস্ক: চট্টগ্রামের সাড়া জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী বিশিষ্ট গীতিকার ও সুরকার, বহু অডিও-ভিডিও এ্যলবামের সফল গায়ক,  আল-মদিনা শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক, ইসলামী সঙ্গীত শিল্পী এইচ.এম. সাদেক হোসাইন এর দীর্ঘ প্রচেষ্টায় এবার চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে ওনার হাতে গড়া একটি ইসলামীক রেকর্ডিং সেন্টার।

সঙ্গীত মানুষকে বিকশিত করে, জিবনকে বদলে দেয়, ভাবনা থেকে ভাবুক হতে শেখায়। ইসলামীক সঙ্গীত মানব জিবন ধারায় একটি গুরুত্বপূর্ণ রসদ জোগায়। যুগের সাথে তাল মিলিয়ে অাধুনিকতার সমন্বয়ে ইসলামীক সঙ্গীত জগৎকে একধাপ এগিয়ে নেওয়ার নিমিত্তে বাঁশখালীর সন্তান শিল্পী সাদেক হোসাইন চট্টগ্রামের শুলকবহর মাদরাসা সংলগ্ন  পাঁচলাইশে "নাশিদ স্টুডিও, সাউন্ড এন্ড রেকর্ডিং সেন্টার প্রতিষ্টা করেন।

পরিচালক সাদেক হোসাইন বলেন,এখানে সুচারুরূপে যত্নসহকারে কোরআন তেলাওয়াত রেকডিং, যাবতীয় ইসলামী সঙ্গীত, আবৃত্তি, উপস্থাপনা, যে-কোন মাহ্ফিল মাইকিং, স্কুল-মাদরাসার ভর্তি বিজ্ঞপ্তি, পন্য-শোরুমের বিজ্ঞাপন,  নির্বাচনী ক্যাম্পাস ও নির্বাচনী সঙ্গীত ছাড়াও ডকুমেন্টারি সহ সব ধরনের ভয়েস রেকর্ডিং যত্ন সহকারে করা হবে।

সার্বিক যোগাযোগ: চট্টগ্রাম শুলকবহর মাদরাসা সংলগ্ন, পাঁচলাইশ, চট্টগ্রাম। 
হ্যালো: 01823-739771/01825-290932

ভিজিট করতে ক্লিক: https://www.youtube.com/channel/UC5qs36HkfH1Qa1x_qrIfJrg

কোন মন্তব্য নেই