জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি প্রকল্প এর ৩য় তম মেধাবৃত্তি পরিক্ষা-১৮ইং এর পরিক্ষা গত ১৭ ডিসেম্বর গন্ডামারা-বড়ঘোনা ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদরাসার ৩৪২ জন শিক্ষার্থী অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) মেধাবৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশ করেন। এতে ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড ও প্রতিষ্ঠানভিত্তিক মেধা তালিকায় ২৯ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন উম্মে হাবিবা(২৯০৯), নাজমুল হোছাইন ফাহিমা(১৮০৭), শায়েরা সিদ্দিকা (২৭৩৮), সায়মা সোলতানা রিপু(১৬১৪), আকিল মোকাররম সামি (২৫১০), তাফহীমুল জান্নাত মীম(১৪২৩)।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন জান্নাতুন নাঈম(১৮০৬), মরজান আক্তার(২৮০২), আশরাফুন নিসা সাথী (১৭০৩), তারেকুর রহমান(১৭০৬),শারমিন আক্তার(২৬১৪), হাসনেহেনা আফরিন (২৬১৯), জামশেদুল ইসলাম নয়ন(১৬১৮), হুমায়রা জান্নাত(২৬২৫) শরিফুল হক(২৬২২), জেসমিন আক্তার (১৫০৭), ইউসুফ বিন ফোরকান(২৫০৬), শাহিন সোলতানা তামান্না(১৪২৪), মিফতাহুল জান্নাত আঁখি(১৪৩৬)।
প্রতিষ্ঠান ভিত্তিক মেধাতালিকায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন নুসরাত জাহান তামান্না(২৬২১), আয়েশা ছিদ্দিকা (১৬২০), ইফতেখার হোসেন রাসেল (১৬১৯), সুমাইয়া হারুন সামিরা(১৫০৪), রাশেদুল ইসলাম চৌধুরী(১৫২১), মু. শামসুজ্জামান (১৫১৭), নাদিয়া সোলতানা হাবিবা (১৫২৬), মো. রাশেদুল ইসলাম(১৫২৯), রুমি আক্তার(১৫১৯), শান্ত দাশ(১৪২৭)।
বৃত্তি পরিচালক ইমরানুল কবির জানান, ৩য় বারের মতো স্বপ্নকুঁড়ি মেধাবৃত্তি পরিক্ষায় উপজেলার ৩৫ টির অধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এ পরীক্ষায় মেধা তালিকায় সন্তোষ্টজনকভাবে ফলাফল অর্জন করায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন