বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ১৩জনের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোমেনা আক্তারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এ সময় পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা  সোলতানুল গনী চৌধুরী লেদু মিয়া, চট্টগ্রাম দক্ষিণজেলা ডেপুটি কমান্ডার (অর্থ) মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রফেসর জামাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দীন চৌধুরী (বাচ্চু), আতাউল করিম আকিক, শাহাদত ফারুক, টুটুন চক্রবর্তী, হামিদ উল্লাহ, ছাত্রলীগ নেতা কায়েশ ছরওয়ার সুমন, শাহাব উদ্দীন এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অসংখ্য নেতাকর্মী নিয়ে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দলীয় নৌকা প্রতীক পাওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরীর  পুত্র চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব এর সাথে ছিলেন।

চেয়ারম্যান পদে নৌকা প্রতীক থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ও সাবেক ভাইস-চেয়ারম্যান মৌলভী নুর হোসেন মনোনয়ন জমা দেন।

ভাইস চেয়ারম্যান পদে জমা দেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, বখতেয়ার উদ্দিন (ভান্ডারী করিম), এম মনছুর আলী, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আবু ছালেক, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ শাহাদত রশিদ চৌধুরী, এমরানুল হক।

এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী ও চট্টগ্রাম দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  নুরী মন আক্তার মনোনয়ন জমা দেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী রিটাংনিং কর্মকর্তা মোমেনা আক্তার জানান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  সহকারী রিটাংনিং কর্মকর্তা মোমেনা আক্তার জানান, বাঁশখালীতে মোট ৩ জন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে তিনি জানান। সর্বমোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

আগামি ২৮ ফেব্রুয়ারী চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।





[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.