![]() |
খানখানাবাদ সাগর পাড় থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করছে বাঁশখালী থানা পুলিশ। |
শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের বাহারছড়ায় সাগর পাড়ে অজ্ঞাতনামা (আনুমানিক ৩৫ বছর বয়স্ক) এক মহিলার লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।
খানখানাবাদ ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তাফা প্রতিবেদকে জানান, ভোরে মুসল্লিরা ফজরের নামায পড়ে চলে আসার পথে সাগর পাড়ে অজ্ঞাতনামা লাশটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় এলাকাবাসীরা থানা পুলিশকে অবহিত করলে শনিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রাথমিক ভাবে লাশটির আশপাশে তদন্ত করে কোন কিছুর সন্ধান পাওয়া যায়নি। তবে লাশটির হাতে ও পিঠে ছুরি/চাকুর যখম দেখতে পান। অনেকে লাশটি রোহিঙ্গা কোন এক মহিলার বলে ধারণা করেন। অজ্ঞাত মহিলার লাশ পাওয়া সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুখ জনতা লাশটি এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমান।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল হোসেন জানান, অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটি কে বা কারা মেরে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত লাশটি পরিচয় বের করার জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছেন বলেও তিনি জানান।
[বাঁশখালী জনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন