চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী কানাই মুড়া লোকনাথ গীতা আশ্রমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ বাঁশখালী উপজেলা শাখার আহবায়ক শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হাটহাজারী ফতেপুর রুদ্রপল্লী শ্রী শ্রী সদানন্দ পাদপীঠের কমার্ধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রবোধানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ও শিল্পপতি অশোক গুপ্ত। প্রধান বক্তা ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক বাবুল দেব রায়। সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয় আচার্য্যের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাশ (রানা), কার্যনিবার্হী সদস্য প্রবীর শংকর দাশ।
আলোচনা সভা শেষে লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের ৩ বছর মেয়াদী বাঁশখালী উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী, সহ-সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী, প্রবীর ধর, শিক্ষক দুলন কুমার সুশীল, সাধারণ সম্পাদক জয় আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সুমন সুশীল, ডা. রাম ধন রুদ্র, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. বাবুল দাশ, অর্থ সম্পাদক প্রণব ধর, সহ অর্থ সম্পাদক আশুতোষ বিশ্বাস, দপ্তর সম্পাদক জয়দেব দত্ত, প্রচার সম্পাদক সাংবাদিক সৈকত আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক পন্ডিত সুমন আচার্য্য, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুরঞ্জিত দেব দাশ, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক উৎপল দে, সহ-গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক জনি ধর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পলাশ দে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক অনুকূল সুশীল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিলীপ সুশীল, মহিলা সম্পাদক রত্না দে, সহ-মহিলা সম্পাদক প্রিয়ংকা ধর, কার্যনিবার্হী সদস্য রনজিত ধর, ঝুন্টু ধর, রুপন ধর, মন্টু ধর, সুজিত দাশ, অজয় দাশ, সুনীল সুশীল, অরুপ সেন, প্রণব ধর। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, সন্তোষ বিশ্বাস, বিমল কান্তি দাশ, শিবনাথ ভট্টাচার্য্য, বিকাশ আচার্য্য, গীতা রানী দে, প্রদীপ গুহ, সমীর চক্রবত্তর্তী।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন