জনপদ সংবাদদাতাঃ করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার সুযোগ না থাকায় বন্ধ হয়ে গেছে শ্রমজীবন। এ পরিস্থিতে কৃষকরা ধান কাঁটার শ্রমিক সংকটে পড়েছেন। মহামারীর প্রাদুর্ভাবে বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নে অন্য জায়গা থেকে ধান কাঁটার শ্রমিক আসতে পারছেন না। আর এতে বিপাকে পড়েছেন শিলকুপের কৃষকরা।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট এস.এম. রাশেদ চৌধুরী'র নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ছাত্র-পরিষদ বিজিসি ট্রাস্ট বিশ্যবিদ্যালয় শাখার সভাপতি আবুল হাসনাত তালুকদারের নেতৃত্বে কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছেন বাঁশখালি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
গত একসপ্তাহ ধরে নিয়মিত বাঁশখালীর শিলকুপ ইউনিয়নে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন তারা। এই পরিস্থিতি ছাত্রলীগকে পাশে পেয়ে খুশি কৃষকরা।
এ বিষয়ে আবুল হাসনাত জানান, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাঁটার এই মৌসুমে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আমিও ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকদের সহায়তা করার চেষ্টা করছি এবং কৃষকদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। যতদিন পর্যন্ত ধান কাঁটার মৌসুম থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।
এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শোয়াইব, মোহাম্মদ মোকাররম তালুকদার, মোহাম্মদ সিফাত মোহাম্মদ মেহেদি হাসান, মোশাররফ, সাজ্জাদ সহ প্রমুখ।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন