জনপদ সংবাদদাতাঃ বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকায় পুর্ব শক্রতা ও বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গত মঙ্গলবার (১২ মে) ট্রান্সপোর্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি চুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এতে আহত হয়েছিলেন অন্তত ৮ জন। এ ঘটনায মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে গতকাল সোমবার (১৮ মে) বাঁশখালী গুনাগরি চৌমুহনীতে সন্ধ্যা এক মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় মানববন্ধনে ফাঁসির দাবীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিহতের পরিবারের সদস্যরা। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক ফাঁসি দাবী জানান তারা।
উল্লেখ্য, গত ১২ মে সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দক্ষিণ সাধনপুর আশরাফ আলীর বাড়ি এলাকায় পূর্বের বিরোধের জের ধরে জহির নিহত হন এ ঘটনায় আহত হন অন্তত আরো ৮ জন।
মানববন্ধনে নিহত জহিরুল ইসলামের ভাইপো রবিউল আউয়াল জানান, দীর্ঘদিন যাবৎ আমি ও আমার চাচা ট্রাক্সপোর্ট এর ব্যবসা করে। বিগত (৫ মে) রাতে গুনাগুরী থেকে নিজ বাড়িতে আসার পথে নুরুল মোস্তফা ও রহিম দুজন আমাকে হামলা করে টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং আমি আহত হয়ে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। ঘটনার দিনে রাতে বাড়ি ফিরে মামলা করার জন্য থানায় যাওয়ার খবর পেয়ে বাড়ির সামনে হামলা করে। এতে আমার ছোট ভাই ও বাবাকে আহত করে। তানজিবকে চমেকে চিকিৎসার জন্য পাঠিয়ে আমি এবং বাবা থানায় গেলে রাতে স্থানীয় প্রভাবশালী নেতা নেজাম উদ্দিন, মনির আহমদ, কালু, আজিজ শাহেদ, মুবিন, নুরুল্লাহ, জাফর, রাশেদ, ইয়াছিন, ইলিয়াস ও আনিসের নেতৃত্বে সংঘবন্ধ হয়ে হামলা করে। পরের দিন পুনারায় আবারো হামলা চালালে জহিরুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে গুনাগুরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক চট্টগ্রামে চমেক হাসপাতালে নেওয়ার পথে এ্যাম্বুলেন্স গতিরোধ করে হামলা চালালে ঘটনাস্থলে আমার চাচা জহির মৃত্যুবরণ করে।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রেজাউল করিম মজুমদার বলেন, নিহত জহিরের স্ত্রী বাদী হয়ে ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করে। উক্ত মামলায় ২ জন আটক রয়েছেন। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অভ্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন