নিজস্ব সংবাদদাতাঃ বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় মাষ্টার হাবিবুর রহমান (৫০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম আনোয়ারা-বাঁশখালী (পিএবি) প্রধান সড়কের তৈলারদ্বীপ সেতুর দক্ষিণ পার্শ্বের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মাষ্টার হাবিবুর রহমান বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী শাখার সভাপতি ও কালীপুর সদর আমিন হাট বাজারের সারের ডিলার মেসার্স ফয়সাল স্টোরের স্বত্তাধিকারী। তিনি বাঁশখালীরর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেকগ্রাম এলাকার অছি উদ্দীন মিয়াজী বাড়ীর মৃত হাজ্বী কবির আহমদের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাষ্টার হাবিবুর রহমান চট্টগ্রাম শহর শহর ছেড়ে বাঁশখালী অভিমুখে যাত্রা করেন। বাঁশখালী তৈলারদ্বীপ সেতুর দক্ষিন পাশে প্রবেশ মুখ মোড়ে পৌঁছলে অপরদিক চট্টগ্রাম শহর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অানোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অাশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রেজাউল করিম মজুমদার বলেন, 'ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চমেক নিয়ে যায়। পরবর্তীতে তার মৃত্যু হয়েছে বলে খবরের সত্যতা নিশ্চিৎ করেন তিনি।
এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন