জনপদ সংবাদদাতাঃ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ড এলাকার মোয়াজ্জিম বাড়িতে (নতুন বাড়ী) শত্রুদের দেয়া আগুনে কাচারি ঘর পুড়ে ছাই হয়েছে এমন অভিযোগ উঠে। লুটপাট করে এতে নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
গতকাল সোমবার (১৮মে) রাত আনুমানিক ১১ টার দিকে ওই এলাকার আব্দুল হালিম নামের এক ব্যক্তির কাচারি ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার ভুক্তভোগী আব্দুল হালিম সাংবাদিকদের জানান, 'গত সোমবার রাত ১১ টার দিকে আমাদের বাড়ীর পুরুষদের অনুপস্থিতি টের পেয়ে পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার মোজাম্মেল হক, ফরিদ ডাকাতের দল, ইয়াছিন সহ একদল সন্ত্রাসী আমার কাচারি ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমার বাড়ির দরজা ভেঙ্গে স্বর্ণ ও নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে এলাকার মানুষদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ততক্ষণে আমার কাচারি ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।'
সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডের মোয়াজ্জিম বাড়ী আহমদিয়া জামে মসজিদ ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ উঠে একই এলাকার মোজাম্মেল হক, ফরিদ ডাকাত, ইয়াছিন গ্রুফের বিরুদ্ধে। এ ঘটনার জের ধরে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা আব্দুল হালিমের কাচারি ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া, নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ তুলে ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হাকিম বলেন, 'অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাদেরকে আইনি সহযোগিতা নেয়ার পরামর্শ দেই।
তবে এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন