নিজস্ব সংবাদদাতাঃ বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল খলিফাপাড়া এলাকার মৃত আলী হোসেনের পুত্র বলে জানা যায়। ওই ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গেছে, চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি থেকে অদূরবর্তী পাহাড়ের পাদদেশে রামদাস ঝিড়ি নামক সংরক্ষিত বনভূমি সংলগ্ন নিজের আমবাগানে আম তুলতে যায়। বাগান থেকে আম নিয়ে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হয় সে। বন্যহাতির শূঁড়ের আঘাতে কোমরে ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু ঘটে তার।
এ ব্যাপারে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আনিসুজ্জামান শেখ প্রতিবেদককে বলেন, পাহাড়ে আম কুড়াতে গিয়ে ফিরে আসার সময অসাবধনতাবশতঃ ওই ব্যক্তি বন্য হাতির হামলার শিকার হয়। হাতির হামলায় নিহত ওই ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে। এছাড়াও আবেদনের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ পরিবারকে বনবিভাগ থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।'
বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন