বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলেন দানেশ ফাউন্ডেশন

জনপদ প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শেখেরখীলে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শওকত আলম চৌধুরীর লাশ স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফন করা হয়েছে। গত বুধবার সকাল ১০ টার দিকে শেখেরখীলের শওকত আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কওমী ওলামায়ে কেরাম, ইসলামিক ফাউন্ডেশন ও দানেশ ফাউন্ডেশন লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করেন। মাওলানা ইসহাক আল হাকিমের নেতৃত্বে কাফন দাফন টিমে ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, দানিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সরফরাজ মোহাম্মদ আদিল, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা কাজী শাহাব উদ্দীন, মাওলানা সৈয়দুল আলম আশরাফী, দানেশ ফাউন্ডেশনের মাওলানা দলিলুর রহমান, মাওলানা ইসমাইল ও মোহাম্মদ শুয়াইব অংশ নেন। বাদ আছর স্থানীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

শওকত আলম চৌধুরী শেখেরখীল ৫নং ওয়ার্ড এলাকার মোশারফ আলী সিকদার বাড়ীর সাবেক ইউপি সদস্য মরহুম আমান আলম চৌধুরীর প্রথম পুত্র এবং সাবেক চেয়ারম্যান ফেরদৌস চৌধুরীর জামাতা। তিনি রাসুলবাগ আবাসিক এলাকায় থাকতেন এবং ইপিজেড একটি কোম্পানীতে কাজ করতেন।

নামাজে জানাজায় শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন উপস্থিত থাকলেও প্রশাসনের কেউ লাশ দাফনের সময় উপস্থিত ছিলেন না। দেয়া হয়নি লাশ দাফন টিমকে কোন সহায়তাও। লাশ দাফনকারী টিমকে পিপি থেকে শুরু করে কাপন দাফন সামগ্রী, নানা উপকরণ এবং গাড়িসহ সব ধরণের সাপোর্টিং দেয়ার নিয়ম থাকলেও টিমের সদস্যরা নিজস্ব খরচেই স্পটে গিয়ে লাশ দাফন করেন।

দানেশ ফাউন্ডেশন লাশ দাফন টিমকে পিপিসহ উপকরণ সরবরাহ করেন।




বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.