বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীর পুইঁছড়িতে পাহাড়ি ঢলে পানিবন্ধি ৫শতাধিক বসতঘর, জনজীবন চরম দূর্ভোগে

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালীতে চলছে সপ্তাহ জুড়ে টানাবৃষ্টি। এরই মধ্যে পেকুয়া-বাঁশখালীর সীমান্তবর্তী পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুইঁছড়ীর ৩নম্বর ওয়ার্ডের ডাকাতিয়া ঘোনা, পন্ডিতকাটা ও সিকদার পাড়ার প্রায় ২ হাজারের অধিক জনসংখ্যার ৫শতাধিক বসতঘর পানিবন্ধি হয়ে পড়ছে। রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পাহাড়ী ঢলে  শতাধিক বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান হাঁটু পানির নিচে। চলমান বৃষ্টিতে পানি নিস্কাশনের ব্যবস্থা করা না হলে দক্ষিণ পুঁইছড়ির হাজারো বানভাসি পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ার আশংকা প্রকাশ করছে স্থানীয়রা।
স্থানীয় রোটারিয়ান মুবিনুল হক মুবিন বলেন, 'বাঁশখালী-পেকুয়া উপজেলার সীমান্তবর্তী পুইঁছড়ি-টৈটং ইউনিয়ন সংযোগ ছড়ায় পানি চলাচলের জন্য যে কালবার্ট (নাশি) আছে তা কয়েক বছর ধরে সংস্কার বিহীন পড়ে থাকায় স্বাভাবিকভাবে পানি চলাচল করতে সক্ষম না হওয়ায় বৃষ্টির মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে দক্ষিণ পুইঁছড়ির ডাকাতিয়া ঘোনা, পন্ডিতকাটা ও সিকদার পাড়ার লোকজন পানি বন্ধি থাকে। এতে তাদের স্বাভাবিক জীবনযাপনে নেমে আসে স্থবিরতা। ক্ষেতের ফসলি জমি তলিয়ে যায় পানিতে। কালবার্টের সংস্কার করা না হলে কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকার বসতঘর তলিয়ে যাওয়ার আশংকা করছেন তিনি।
পুইছড়ি ইউনিয়নের স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মু. কামাল জানান, 'সীমান্তবর্তী সংযোগ কালবার্ট হওয়ার কারণে কেউ কালবার্টের সঠিক সংস্কারের এগিয়ে না আসায় জোয়ারের সময় পানি ঢুকে আর পাহাড়ী ঢলে পানি নিঃস্কাশনে বাঁধার ফলে প্রতিবছর বর্ষা মৌসুমে এ সমস্যার সৃষ্টি হয়। এতে দূর্ভোগ পোহাতে হয় উপজেলার দক্ষিণ পুইছড়ির জনসাধারণকে।'
পুঁইছড়ি মদিনাতুল উলুম দাখিল মাদরাসার অধ্যক্ষ মাও. আরিফ উল্লাহ্ জানান, 'আমার মাদরাসার মাঠ ও ভবনের নিচতলায় পানি প্রবেশ করছে। তিনি পানি নিস্কাশনের  ব্যবস্থা করে দ্রুত কালবার্ট মেরামতের জন্য যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

স্থানীয় বানভাসি হুমায়ুন, এনাম, বাদশা, কালু ও ছাবের আহমদ বলেন, 'টানাবৃষ্টির ফলে পাহাড়ি ঢলে আমরা পানিবন্ধি হয়ে পড়ছি। ইতোমধ্যে আমাদের শতাধিক বাড়ীতে পানি ঢুকে গেছে। খুব শিগ্রই পানি নিস্কাশনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও বাঁশখালী উপজেলা পানি উন্নয়ন কতৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেন তারা।'


বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.