advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

শিলকুপে জোয়ারের পানি লোকালয়ে, শংকায় জনবসতি! ||বাঁশখালীজনপদ||

শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। নানা শংকায় দিনযাপন করছে স্থানীয় লোকজন। বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার জালিয়াখালী নতুন বাজারের পশ্চিমে ডাকবাংলো সড়কটি বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় এবং জলকদরের জোয়ারের পানিতে তলিয়ে যায় ওই এলাকার হেড পাড়ার অর্ধশত বসতঘর সহ পশ্চিম মনকিচর এলাকার নিম্নাঞ্চলের চাষের জমি ও মাছের প্রজেক্ট।
সরেজমিনে দেখা যায়, সড়কের দু'পাশ ভেঙ্গে যাওয়ায় দেবে যেতে বসেছে হাজারো লোকজনের যাতায়তের মাধ্যম ডাকবাংলো সড়কটি। জোয়ারের সময় সড়কের উপর দিয়ে প্রবেশ করছে জলকদরের জল। জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে চাষের জমি সহ মাছের প্রজেক্ট। এভাবে চলতে থাকলে স্থানীয়দের অনেকের বসতঘরে ডুকবে জোয়ারের পানি, তলিয়ে যাবে ব্যবহারের পুকুরসহ লাভজনক মৎস্য প্রজেক্ট। তাছাড়া সড়কের বেহাল দশার কারণে যাতায়তে দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের।
স্থানীয় মৎস্যচাষী সাহাব উদ্দিন সিটিজি সংবাদকে জানান, 'জোয়ারের পানি প্রবেশের ফলে আমাদের পশ্চিম মনকিচর হেডপাড়ার ২৫/৩০টির অধিক বসতঘর পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। আমার মাছের প্রজেক্ট ও পোনা চাষের প্রজেক্ট ডুবে যাওয়ার আশংকা করছি। এমনকি জোয়ার পানি প্রবেশ বন্ধ করা না হলে স্থানীয় পুকুরগুলোও ডুবে যাবে।'
স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর সিটিজি সংবাদকে বলেন, 'বাজারের পশ্চিমে ডাকবাংলো সড়ক দিয়ে কয়েক হাজার মানুষের চলাচল হয়। সড়কের উপর দিয়ে পানি ঢুকলে পুরো মনকিরচর ডুবে যাওয়ার অাশংকা রয়েছে।  এতে মনকিরচর নতুন বাজার, শিলকুপ ইউনিয়ন পরিষদ, বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, স্থানীয় মসজিদ সহ অনেক ফসলি জমি ক্ষতির সম্ভাবনা রয়েছে, কারণ বেড়িবাঁধ আমাদের ঘরবাড়ি থেকে অনেক উঁচু। জোয়ারের পানি যাতে না ঢুকতে না পারে সেজন্য আরো কমপক্ষে এক হাত উঁচু করে মাটি ভরাটসহ ব্রিকসলিং করে দিলে ভালো হবে।'

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মহসিন সিটিজি সংবাদকে জানান, 'সড়কটির বিষয়ে আমি অবগত আছি, এ মুহূর্তে আমাদের পরিষদে কোন বরাদ্দ নেই। তবে, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জালীয়াখালী নতুন বাজার থেকে শুরু করে আবু বকর মাদরাসা পর্যন্ত দূরত্বের সড়কটির গাইডওয়াল সহ নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলী থেকে কতৃপক্ষ বরাবর ১ কোটি ৬৭ লক্ষ টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলে জানান তিনি।'




বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই