বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বড়ঘোনা শহীদ বদিউল আলম সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজ


মু. মিজান বিন তাহের: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা বাংলাবাজার -খাটখালী শহীদ বদিউল আলম সড়কের কাজ উদ্ভোধন করলেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
মঙ্গলবার বিকেলে ১ কোটি ২৮  লাখ টাকা ব্যয়ে গন্ডামারা ইউনিয়ন পূর্ব বড়ঘোনা এলাকার বাংলাবাজার ব্রীজের পশ্চিম পার্শে (বাংলাবাজার -খাটখালী) শহীদ বদিউল আলম সড়কের ১৫ শত মিটার বিসি দ্বারা উন্নয়ন কাজের একটি সড়কের সংস্কার কাজ উদ্বোধন করেছেন।
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ উদ্বোধন করা হয়।
এ সময় গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামশুল আলম সিদ্দীকির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিহাবুল হক সিকদারের পরিচালনায় এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া,বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,চেয়ারম্যান মুজিবুল হক, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি,প্যানেল মেয়র দোলেয়ার হোসেন,মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি,কাউন্সিলর জমশেদ আলম,উপজেলা ওলামালীগের সভাপতি আক্তার হোসেন,আওয়ামীলীগ নেতা রবিউল আলম, মিজান সিকদার,
দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা নাইমুদ্দীন মাহফুজ  সহ অন্যান্য মেম্বারবৃন্দ।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী  বলেন, এই সড়ক এখানকার মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানে অভূতপূর্ব উন্নয়ন হওয়া। বাঁশখালীর উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। ইতোমধ্যে বাঁশখালীতে হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। চলমান রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ বেড়িবাঁধের নির্মানের কাজ। অচিরেই বদলে যাবে বাঁশখালীর চেহারা।
সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আরও বলেন, বাঁশখালীতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভবণ করে দেয়া হয়েছে। নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে বাঁশখালীর প্রধান সড়ক ও বেড়িবাঁধের কাজ শেষ পযার্য়ে। চলমান রয়েছে একাধিক রাস্তা, কালভার্ট ও ব্রিজ নির্মানের কাজ । 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে । যার ধারাবাহিকতায় দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে । পূর্ব বড়ঘোনার মানুষ এ সড়কটি সংস্কারের দাবী ছিল  দীর্ঘদিনের । তা আজ পূর্ণ হলো । এ সড়কের কাজ পরিপূর্ণ হলে এলাকা সহ অন্যান্য ইউনিয়নের সাথে যোগাযোগ আরো গতিশীল হবে । আগামীতে বাঁশখালীকে আধুনিক উপজেলায় পরিণত করতে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরে ফলক উন্মোচন করে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি।



বাঁশখালীজনপদ২৪.কম'র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.