advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মৌলভী ছৈয়দের ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন “বাঁশখালীজনপদ২৪.কম'‘


নিজস্ব সংবাদদাতাঃ
 ঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ আহমদ'র ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নিজ গ্রামে শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১১ আগস্ট) সকালে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও জেয়ারত করা হয়। তাঁর গ্রামের লালজীবন পাড়ার স্থানীয় আমিনিয়া ফুল মেহেরিয়া হেফজখানায় কোরআন খতম শেষে দোয়া-মানুজাত পরিচালনা করা হয়। পরে তাঁর রাজনৈনিক বর্ণাঢ্য জীবন নিয়ে এক আলোচনা সভা সম্পন্ন হয়।

এ সময় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মনছুর, অর্থ সম্পাদক মুজিবুর রহমান সি.আই.পি, শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কৃষকলীগের  সাধারাণ সম্পাদক আতাউল করিম আতিক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বাঁশখালী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলভী নুর হোছাইন, বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদুর রহমান মাকছুদ, দক্ষিণজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বাঁশখালী উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ইমরানসহ আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক-শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, 'মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামে গেরিলা বাহিনী গঠন, অসংখ্য সফল অপারেশনের অগ্রসৈনিক, ৭৫'সালে সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭৭ সালে সামরিক জান্তার কারাগারে নির্যাতনে শহিদ, অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামীলীগ যুবলীগের প্রতিষ্টাতা সভাপতি মৌলভী ছৈয়দ আহমদের অবদান ভুলবার নয়।তিনি একাধারে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় গেরিলা বাহিনীর প্রধান, চট্টগ্রাম নেভাল অপারেশন জ্যাকপট এর প্রধান বেজ কমান্ডার, চট্টগ্রাম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম শহর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন তিনি। স্বাধীনতা সংগ্রামে অকুতোভয় বীরের ভূমিকা রাখেন তিনি। বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী বাঙ্গালী বাঁশখালীর এ কৃতিসন্তান মৌলভী ছৈয়দ আহমদ। মহান স্বাধিনতায় তাঁর অবদানের জন্য প্রজন্ম থেকে প্রজন্ম তাঁকে স্মরণে রাখবে।


বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই