বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান

প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাঁশখালীজনপদসংবাদদাতা:::

বাঁশখালীভিত্তিক ছাত্রকল্যাণে কাজ করা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে আয়োজিত জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই বিপ্লবে আহতদের সম্মানে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

শুক্রবার বিকোলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আবরার হাসান রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ইমরান হোসেন, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক তাফহীমুল ইসলাম, রিয়াদুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য আবুল কাশেম সিকাদার, কার্যকরী পরিষদ সদস্য এনামুল হক রাহাত, চট্টগ্রাম জেলা ছাত্র আন্দোলন সমন্বয়ক ইবনে হোসাইন। ফাউন্ডেশনের সদস্য সাইফুল ইসলাম, বেলাল মেহরাজ, নাছির উদ্দীন, মো. হাসনাত, তৌহিদ-উল বারী ও রাশেদুল ইসলাম আদিল।
আর্থিক সহায়তা ও পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।
উল্লেখ্য, জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজয়ী শীর্ষ ১০ জনকে নগদ টাকা, ক্রেস্ট, বই ও সার্টিফিকেটসহ প্রায় লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়। জুলাই বিপ্লবে বাঁশখালীতে আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।এছাড়া, বাঁশখালী থেকে সরকারী মেডিকেলে চান্সপ্রাপ্তদের কৃতিসংবর্ধনা প্রদান করা হয়। কেমন বাঁশখালী চাই শীর্ষক প্রবন্ধ লিখন প্রতিযোগিতার দুই বিভাগে মোট ৮ জনকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ, অর্ধশত আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণে মাধ্যমে মোট ৪টি ইভেন্টের কার্যক্রম সমাপ্ত হয়।


বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.