advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

আনোয়ারা-বাঁশখালীর জেলেদের বিরোধ নিরসণে দু'পক্ষের সমঝোতা বৈঠক “বাঁশখালীজনপদ২৪.কম'’


জনপদ সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে জাল বসানোকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার জেলেদের মধ্যে সৃষ্ট বিরোধের ঘটনায় দুই উপজেলা প্রশাসনের মধ্যে সমঝোতা বৈঠক হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার শোলকাটার লাবিবা কনভেনশন হলে দুই উপজেলার প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে এ সমঝোতা বৈঠক হয়। বৈঠকে সাগরে জাল বসানোর ব্যাপারে সাম্প্রতিক বিষয়াদি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা যায়।

সমাঝোতা বৈঠকে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মু.হুমায়ুন কবির, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুু. মাজহারুল ইসলাম চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ও খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিনসহ দুই উপজেলার মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বৈঠকে দুই উপজেলার জেলেরা সমন্বয় করে সাগরে জাল বসাবেন এমন সিদ্ধান্ত গৃহিত হয়। এতে প্রতিজন জেলে ১৩টি করে জাল বসাতে পারবেন। প্রতিটি জাল ৩০০ মিটার দুরত্ব রেখে বসাতে হবে। আগামী ১৫ নভেম্বর দুই উপজেলার প্রশাসন জনপ্রতিনিধিরা সাগরে সরেজমিনে গিয়ে বিষয়টি নিস্পত্তি করবে।

উল্লেখ্য, গত ৩ ও ৪ আগষ্ট সাগরে জাল বসানোকে কেন্দ্র করে আনোয়ারা এবং বাঁশখালী উপজেলার জেলেদের মধ্যে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকার মোহাম্মদ নাছির (৩০) নামের এক জেলে নিহত হন অাহত হয় অন্তত ২১ জন জেলে।


বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com




কোন মন্তব্য নেই